ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘কুমির’-এর পেট থেকে বের হলো জীবন্ত মানুষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 75

কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবিত বের হয়ে আসা চমকে যাওয়ার মতো ঘটনাই। তবে, এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।

ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তাঁরা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।

রোবট কুমির নামের এই ভিডিওতে এরই মধ্যে ৬ লাখের বেশি লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকেরা। আর যে ব্যক্তি কুমিরের পেটে ছিলেন, তাঁর অভিনয়ও ছিল দুর্দান্ত।

দর্শকদের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর তাঁরা প্রকল্পটির সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা দেখে অবাক হয়ে গেছেন।

ভিডিওতে দেখা যায়, মাঠে ঘাসের ওপর পেট মোটা কুমিরটি শুয়ে আছে। এর লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। এরই মধ্যে কুমিরটি হাঁ করে। তখন কুমিরের মুখের ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়ান। সেই হাত ধরে অন্য এক ব্যক্তি তাঁকে কুমিরের পেট থেকে বের করে আনছেন।

ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘আমি দেখতে চাই, যখন এটি সত্যিকারের কুমির হবে। প্লাস্টিকের তো সহজ বিষয়।’

‘কুমির’-এর পেট থেকে বের হলো জীবন্ত মানুষ

আপডেট সময় ০২:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবিত বের হয়ে আসা চমকে যাওয়ার মতো ঘটনাই। তবে, এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।

ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তাঁরা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।

রোবট কুমির নামের এই ভিডিওতে এরই মধ্যে ৬ লাখের বেশি লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকেরা। আর যে ব্যক্তি কুমিরের পেটে ছিলেন, তাঁর অভিনয়ও ছিল দুর্দান্ত।

দর্শকদের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর তাঁরা প্রকল্পটির সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা দেখে অবাক হয়ে গেছেন।

ভিডিওতে দেখা যায়, মাঠে ঘাসের ওপর পেট মোটা কুমিরটি শুয়ে আছে। এর লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। এরই মধ্যে কুমিরটি হাঁ করে। তখন কুমিরের মুখের ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়ান। সেই হাত ধরে অন্য এক ব্যক্তি তাঁকে কুমিরের পেট থেকে বের করে আনছেন।

ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘আমি দেখতে চাই, যখন এটি সত্যিকারের কুমির হবে। প্লাস্টিকের তো সহজ বিষয়।’